27.3 C
Bangladesh
Saturday, November 23, 2024
spot_imgspot_img
HomeUncategorizedবরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ: ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ: ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি

ববি প্রতিনিধি:

বিগত ১৫ বছর সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-বরিশাল বিশ্ববিদ্যালয় একটি বিক্ষোভ মিছিল করেছে। এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে, লাইব্রেরি গেট হয়ে ভোলার গেটে গিয়ে শেষ হয়।

তারা দাবি জানায়, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানায়। গত ১৫ বছর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করে এবং শিক্ষার পরিবেশকে প্রভাবিত করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ধরনের ঘটনা রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় ববি ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন “বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে যেভাবে গেস্টরুম-গণরুম সংস্কৃতি কায়েম করেছে, প্রথম বর্ষেই জোর করে মিছিল-মিটিংয়ে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল যা আর কখনোই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে ফিরবে না, সুস্থ রাজনীতিই ফ্যাসিবাদকে রুখে দিবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী, মার্কেটিং ১০ ব্যাচের শিক্ষার্থী জিহাদুল ইসলাম বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলতে চাই, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করছে এবং করবে।

ইংরেজী বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী মাহমুদ ইমরান হোসেন বলেন, শিক্ষার্থীদের কোনোপ্রকার বিরক্তি হয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটে, চাল-চলনে আঘাতপ্রাপ্ত হয়, এহেন কোনো রাজনীতি ছাত্রদল অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না।

গনমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী,বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী আজমাইন সাকিব বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল মেধা, মনন ও সৃজনশীলতাকে ধারণ করে সামনের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায়। আমরা চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই নিরাপদে থাকতে পারে। ছাত্রলীগের সন্ত্রাসীরা যাতে আর কখনো এই ধরনের ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আমরা এই বিক্ষোভ করছি।

এ সময় উপস্থিত ছিলেন তাহমিদ হক মামুন, মো: সাকিব মিয়া, সাইমন ইসলাম, মোঃ রিদয় প্রমুখ।

Most Popular

Recent Comments