আবদুল্লাহ আল মামুন:এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সার্ভেয়ার মোঃ ইকবাল হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষিকা ফেরদৌস আক্তারসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এডিবির অর্থায়নে ৯টি হুইল চেয়ার এবং ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও এডিবির অর্থায়নে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য হারমনিয়াম ও তবলা দেওয়া হয়েছে।