দাগনভূঞা প্রতিনিধি:দাগনভূঞা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের পরিষদ সমূহ গঠিত হয়েছে।সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবকে সভাপতি ও ছমিভূঞার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ ওয়ালী উল্যাহ কে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ (রেজি: নং ৮১৩/৪১ ১৯৮১-৮২) ঘোষণা করেন। দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি ও দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নেয়ামত উল্যাহকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ ঘোষণা করেন। দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফারুক আহম্মদ মজুমদারকে সভাপতি ও সাপুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুজ জাহেরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, দাগনভূঞা উপজেলা ঘোষণা করেন। সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের অধ্যাপক এ.বি.এম আব্দুর রহিমকে সভাপতি ও প্রভাষক মহি উদ্দিন ভূঞাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ দাগনভূঞা উপজেলা ঘোষণা করেন।উল্লেখ্য, গত শনিবার (৭ ডিসেম্বর) শিক্ষক কর্মশালার শেষ অধিবেশনে উপজেলা, জেলা ও অঞ্চলের অতিথিদের উপস্থিতিতে ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক হাবীব উল্যাহ বাহার এ ঘোষণা দেন। অত্র অনুষ্ঠান যৌথ পরিচালন করেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান ও সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা হাবীবুর রহমান।