20.4 C
Bangladesh
Thursday, December 12, 2024
spot_imgspot_img
Homeঅনিয়মঅনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কুয়াকাটার সাবেক মেয়রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কুয়াকাটার সাবেক মেয়রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন।

কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী) :

কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে  দুর্নীতি  অনিয়ম এবং ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামীলীগের সহযোগী হিসেবে কাজ করা এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেইসবুকে কুরুচিপূর্ণ লেখালেখির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এসময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ভূমিদস্যু দুর্নীতিবাজ খুনি আনোয়ার ঘুষ বাণিজ্য করে কুয়াকাটার কেরানিপাড়ার রাখাইন হত্যাকারীদের  বাঁচানোর জন্য পৌরসভার রেজিস্টারে আত্মহত্যা হয়েছে বলে অন্তর্ভুক্ত করেন। এর জন্য তার বিরুদ্ধে কলাপাড়া বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা হয়।  যার মামলা নাম্বার ২৫০/২২ উক্ত মামলায় সিআইডি কর্তৃক তদন্ত করে তার বিরুদ্ধে   ৪৪৮/৫০৬ ধারায় অভিযুক্ত করেছে।বর্তমানে তিসনি রাখাইন হত্যা মামলার আসামি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, সাবেক মেয়রের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং  আপনাদের লেখনীর মাধ্যমে খুনের দোসর আনোয়ার হাওলাদার কে আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি। 

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,

গরীব অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেয়া, কুয়াকাটায় লুটপাট দখল ও সালিশ বানিজ্য করা।পৌরসভার ইজারার  নামে ডিম,ডাব,গোস্ত,কাঁচা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা। উন্নয়নের নামে  আত্মীয়-স্বজন দিয়ে টেন্ডার বাণিজ্য করা, কুয়াকাটায় সতর্কতামূলক সুরক্ষা কাজ প্রকল্পের আওতায়  কুয়াকাটা সমুদ্র সৈকতের দুই  কিলোমিটার সড়কের যাচাই-বাছাই  ও মূল্য নিরূপণের অনুসন্ধান করেন দুদক। এমনকি স্বৈরাচার সরকারের দোসর আনোয়ার গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের পূর্বে খুনিদের স্বপক্ষে ছাত্র জনতার বিপক্ষে  রাজপথে সশস্ত্র মহড়া দিয়ে ২৪ এর আন্দোলনকে নস্যাৎ করার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পেশ করেন। এমনকি ছাত্র জনতার পক্ষে ফেইসবুকে স্টাটাস দেয়ায় সাধারণ জনগণকে মারধর ও দোকান লুটপাট ও ভাঙচুর করেন।যার প্রমাণ এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার এই অপকর্ম ধামাচাপা দিতে এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, দালাল ও ভূমিদস্যু আনোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌর বিএনপি ও বিএনপি নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।

এ বিষয় কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোন সত্যতা নেই তাদের কাছে। এগুলো সম্পুর্ন রাজনৈতিক চক্রান্ত প্রতিহিংসা। আমি কুয়াকাটা পৌরসভায় জনগণের ভোটে নির্বাচিত মেয়র  হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কোনদিন কুয়াকাটার মাটি ও মানুষের সাথে কোন অন্যায় করিনি।

Most Popular

Recent Comments