19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅনুদানকয়েকজন রাবি শিক্ষার্থীর উদ্যোগে ১০০ শীতার্ত পেলেন উষ্ণতা"

কয়েকজন রাবি শিক্ষার্থীর উদ্যোগে ১০০ শীতার্ত পেলেন উষ্ণতা”

রাবি প্রতিনিধি
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মিলে নগরের ১০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।

২০ ডিসেম্বর (শুক্রবার) রাত ১০ টার পরে নগরের এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থানরত শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

গণ যোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির কনভেনার আলিম খান বলেন, অনেক দিন আগে আমরা রাতে ঘুরতে বের হয়েছিলাম তখন দেখেছিলাম অনেক মানুষ শীতের সময় রাস্তার পাশে দিন কাটাচ্ছে তখন মনে হয়েছিল তাদের জন্য যদি কিছু করতে পারতাম। এরপরে আমাদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী ভাই-আপুদের একটা ‘সম্পর্ক’ নামে একটা সংগঠনের পরিচয় হয় এবং তারা আমাদের এই কাজে পাশে দাঁড়ায়। তাদের অর্থায়নে আমরা কয়েজনবন্ধু মিলে আজকে রাজশাহী শহর ঘুরে ১০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করি।

তিনি আরো বলেন,আমরা তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করি।কেউ কেউ চোখ ভেজা কণ্ঠে ধন্যবাদ জানায়, আবার কেউ নিঃশব্দে প্রার্থনা করে। অনেকে মাথায় হাত দিয়ে দোয়া করে ‘বাবা অনেক বড় হও তোমরা’ তখন এই অনূভুতি দেখে আমাদের কষ্ট সব হারিয়ে গেছে।

আরেক সেচ্ছাসেবী শিক্ষার্থী ইমরান হোসেন বলেন,প্রচন্ড ঠান্ডা ছিল তারমধ্যে আমরা কয়েকজন ৪ টি রিকশা নিয়ে নগরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সঠিক মানুষ যাদের আসলেই প্রয়োজন এমন খুজে খুজে তাদের মাঝে শীতবস্ত্রগুলা বিতরণ। আমাদের তখন এই ঠান্ডার রাতে কোনো কষ্ট ই মনে হচ্ছিল না। মনের মধ্যে একধরনের আত্মতৃপ্তি পেয়েছি।

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীসহ নগরের বিভিন্ন এলাকার কয়েকজন সেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments