দাগনভূঞা প্রতিনিধি:
সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে শীর্ষক প্রকল্প (সমবায় অংশ) এর গ্রাম উন্নয়নকর্মী ও সদস্যদের সমন্বয়ে দিনব্যাপী যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজন উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সমবায় সমিতির প্রেক্ষাপট, উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে পর্যালোচনা প্রকল্প বাস্তবায়নে গ্রামকর্মীর ভূমিকা, সমবায় সমিতির ব্যবস্থাপনা, শেয়ার, সঞ্চয় আদায় কৌশল এবং বিভিন্ন রেজিস্ট্রার পরিচিতি ও হিসাব সংরক্ষণ সমিতির নিরীক্ষা, প্রকল্পের দুইমাস মেয়াদী আইজিএ প্রশিক্ষণ সংক্রান্ত কর্ম পরিচালনা, বাস্তবায়ন ও প্রশিক্ষনার্থী নির্বাচন কৌশল, বিভিন্ন নির্বাচন কৌশল, বিভিন্ন প্রকার আইজিএ প্রশিক্ষণ ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত সার্বিক বিষয় নিয়ে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা।
সভার বিশেষ অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা
গরু মোটা তাজাকরণ ও খামার ব্যবস্থাপনা এবং রোগ-বালাই প্রতিরোধ টিকা প্রদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক অন্নপূর্ণা দেবী,আবু নোময়েন উপস্থিত ছিলেন। যৌথ সভা ও ই-প্রশিক্ষণে উপজেলার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির গ্রামকর্মী ও সদস্যরা অংশ নেন।