রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে রাঙ্গাবালীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্যানেল চেয়ারম্যান মোসাঃ হেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃনজরুল ইসলাম মুন্সি।
তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।