মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার মগলিশপুর গ্রামে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মগলিশপুর গ্রামবাসীর আয়োজনে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে অংশ নেয় ২৪ টি ঘোড়া।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রথম স্থান অর্জন করেন হালিমা আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেন মজিবর রহমান ও তৃতীয় কামরুল হাসান।
যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার রীতি ফিরিয়ে আনতে এবং গ্রামের সাধারণ মানুষদের বাড়তি বিনোদন দিতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে আশেপাশের এলাকাগুলো থেকে সব বয়সের নারী, পুরুষ ও শিশু আসতে থাকে। বিকেলে মাঠে কয়েক হাজার মানুষের মিলন মেলা পরিণত হয়।
এ দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মো. রাহিদ হোসেনের সঞ্চালনায় ও মোহাম্মদ মিলন হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথির পক্ষে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, প্রতিযোগিতায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাশমত আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মো. আ. সাত্তার নান্নু, মো. শহিদুল ইসলাম সাগর, মো. আক্কাস আলী, মো. আবুল কালাম আজাদ স্বপন, দুলাল হোসেন, আবুল কালাম, মোজাফফর হোসেন, আমিনুল ইসলাম, মাসুদুর রহমান টিক্কা, মাহফুজ আলম, শামীম আহম্মেদ, আইনুল হক, আবুল কালাম দুলাল, ইফতে খারুল আলম ইপু,মহসিন রেজা, মর্জিনা আক্তার, বিদ্যুৎ হোসেন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক নুরুদ্দিন নরু প্রমুখ।