আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী আবদুল কুদ্দুছ ছোটনের পৃষ্ঠপোষকতায় ও হাজী আবদুর রব রুছিয়া ফাউন্ডেশনের আয়োজনে দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম কমলের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী,দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিরণ ভূঞা, ইয়াকুবপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ মোঃ মাঈন উদ্দিন,
উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুপ,দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, অত্র ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আবদুল হালিম ও তরুণ সংঘের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিএস জাফর উদ্দিন। এছাড়াও গণমাধ্যমকর্মী, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, ফাউন্ডেশনের
কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। অসহায় দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়া নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসা উচিত। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী আবদুল কুদ্দুছ ছোটন জানান,
শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। হাজী আবদুর রব রুছিয়া ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঝরে পড়া
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ সহায়তা করা হয়। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে অত্র ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।এমন কার্যক্রম অব্যাহত থাকবে। সবাইকে এগিয়ে আসলে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।