21.7 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
HomeUncategorizedরাবি শিক্ষার্থীর দ্বিতীয় একক কাব্যগ্রন্থ ‘বিচ্ছেদের মাস দেড়েক আগে’ প্রকাশ

রাবি শিক্ষার্থীর দ্বিতীয় একক কাব্যগ্রন্থ ‘বিচ্ছেদের মাস দেড়েক আগে’ প্রকাশ

রাবি প্রতিনিধি

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সত্যব্রত বিশ্বাস বাপ্পির দ্বিতীয় একক কাব্যগ্রন্থ ‘বিচ্ছেদের মাস দেড়েক আগে’।
বইটি প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী।

জানা যায় বইটি ঢাকার মূল বইমেলা সহ খুলনা বিভাগীয় গ্রন্থগার কর্তৃক আয়োজিত বইমেলায় কারুবাক প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। আপাতত পাঠকেরা অনলাইনে রকমারি ও প্রথমার ওয়েবসাইট থেকে ২৫% ছাড়ে প্রি-অর্ডার করতে পারবে।

বই সম্পর্কে সত্যব্রত বিশ্বাস বাপ্পি বলেন,
এই বইটিতে রয়েছে ৬২টি কবিতা। ‘বিচ্ছেদের মাস দেড়েক’ কাব্যগ্রন্থটি মূলত সাইকোলজিক্যাল দ্বন্দ্বের উপর লেখা। লেখকের দর্শন মতে, যে কোন বিচ্ছেদের জন্য সময় লাগে। হুট করে ঘরের দরজা বন্ধ করে দেওয়া যায় না। আজকে যারা একসাথে থাকতে পারিনি তারা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছিল। এই গুটিয়ে নেওয়ার জন্য মাস দেড়েক এর মতো সময় লাগে। এর ভিতর ছোট ছোট অভিযোগ, অভিমান গুলো বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছে যায়। বাকি রয় কেবলই তুচ্ছ মায়া।

সত্যব্রত বিশ্বাস বাপ্পি একজন উদ্যমী ও প্রতিভাবান তরুণ লেখক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগে পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি খুলনার দিঘলিয়া উপজেলার ৩১ নং সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। লেখকের জন্ম খুলনার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামে।
বাবা দীপক কুমার বিশ্বাস ও মা বিথীকা বিশ্বাসের তৃতীয় সন্তান সত্যব্রত বিশ্বাস বাপ্পি।

লেখকের স্বপ্ন এ দেশের সাহিত্য জগতকে ভিন্ন মাত্রার সৃষ্টি দিয়ে অলংকৃত করবেন।
জীবন থেকে একটু অবসর পেলে বসে যাবেন উপন্যাস নিয়ে।#

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments