14.2 C
Bangladesh
Wednesday, January 22, 2025
spot_imgspot_img
Homeশীতপীরগঞ্জের জনতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জের জনতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতাঃ
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আকুবেরপাড়ায় জনতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি সংগঠনের মানবিক উদ্যোগের একটি অংশ, যা এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা পালন করছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে আকুবেরপাড়ার গ্রামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে জনতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গ্রাম-বাংলার পাতাচালা খেলা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ আজাদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোঃ বক্কর মিয়া,মশিউর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাকিল মিয়া সহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শুধু শীতার্তদের কষ্ট লাঘবই নয়, বরং সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের প্রসার ঘটায়।

সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, “আমরা প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের আয়োজন করি। এবছর শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি।”

স্থানীয় বাসিন্দারা জনতার বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের এলাকার গরিব মানুষদের জন্য আশীর্বাদস্বরূপ।”

এ কর্মসূচি যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, সেজন্য সংগঠনের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।

Most Popular

Recent Comments