21.4 C
Bangladesh
Saturday, February 1, 2025
spot_imgspot_img
Homeরাবিস্থগিত হলো রাবির ১২ দশ সমাবর্তন

স্থগিত হলো রাবির ১২ দশ সমাবর্তন

রাবি প্রতিনিধি

আগামী ১৭ ফেব্রুয়ারি (সোমবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, দিনটি কর্মদিবসে হওয়ায় সমাবর্তনে নিবন্ধনকারী শিক্ষার্থীদের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন সে বিষয়ে। এর পরিপ্রেক্ষিতে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধিত শিক্ষার্থীদের আবেগ ও পারিপার্শ্বিক বিবেচনায় সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে দ্বাদশ সমাবর্তনের তারিখ ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু, নিবন্ধিত শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন মাধ্যমে কর্মদিবসে, বিশেষত সপ্তাহের মধ্যভাগে এরূপ আয়োজন না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবর্তন সংশ্লিষ্ট অতিথিবৃন্দের সাথে ইতোমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে। তারই প্রেক্ষাপটে রাবির দ্বাদশ সমাবর্তনের পূর্বঘোষিত তারিখ (১৭ ফেব্রুয়ারি) পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সমাবর্তনের পরিবর্তিত তারিখ যতদ্রুত সম্ভব নির্ধারণ করে সমাবর্তনে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ সমাবর্তনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশনের সময় ২৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছিল এবং সমাবর্তনের সম্ভাব্য সময় বলা হয়েছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। এর আগে ২০২৪ সালের ১৭ জুলাই ছিল রেজিস্ট্রেশনের শেষ তারিখ। সমাবর্তন হওয়ার কথা ছিল একই বছরের ২৮ নভেম্বর। একই বছরের ১ নভেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। সমাবর্তনের সময় বারবার পরিবর্তন করায় অসন্তোষ প্রকাশ করেছেন নিবন্ধনকারী শিক্ষার্থীদের অনেকে।

হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments