শেকৃবি প্রতিনিধি:
রাজধানীতে আওয়ামীলীগের প্রচারণায় লিফলেট বিতরণকারী শিক্ষা কর্মকর্তা মুকিব মিয়াকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক ভবন “কোয়েল” থেকে আটক করেছে ডিবি পুলিশ।
৩ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরফান আলীর সহযোগিতায় শেকৃবি আবাসিক ভবন কোয়েলের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসের রুম থেকে মুকিবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
উক্তঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পৃথক বিক্ষোভ মিছিল করে। ইলিয়াসুরের প্রত্যাহার সহ আওয়ামীলীগ পন্থী সকল শিক্ষক কর্মরতাকে বিশ্ববিদ্যালয়ের পাঠদান সহ যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান সহ বেশ কিছু দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জড়োহন দুই সংগঠনের নেতারা।
মিছিল শেষে শেকৃবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও কৃষি ও পরিবেশ সেল এর সম্পদক আশিক বলেন বর্তমান প্রসাশন বিচারের নামে নয় ছয় করছে, ছয় থেকে সাত মাস অতিবাহিত হওয়ার পরেও শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রতিবেদন কিংবা বিচার করা হচ্ছে না। একই সাথে তিনি বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে তিনদিনের মধ্যে প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী পন্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বাসা প্রত্যাহার করতে হবে, যেনো শেকৃবি আওয়ামীলীগের পুনর্বাসন কেন্দ্র না হয়।