28.3 C
Bangladesh
Wednesday, February 5, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিমুকিবকে আশ্রয় দেওয়ার অভিযোগে ইলিয়াসুর ও গোলাম সারোয়ার বরখাস্ত।

মুকিবকে আশ্রয় দেওয়ার অভিযোগে ইলিয়াসুর ও গোলাম সারোয়ার বরখাস্ত।

মো. মামুন

শেকৃবি প্রতিনিধি:

আওয়ামীলীগের লিফলেট বিতরণের অভিযোগে আটককৃত শিক্ষা ক্যাডার এর কর্মকর্তা মুকিব মিয়াকে আশ্রয় দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা। ৪ ফেব্রিয়ারী (মঙ্গলবার) ইলিয়াসুর এবং গোলাম সারওয়ারকে সাময়িক বরখাস্ত করে শেকৃবি প্রসাশন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

মুকিব মিয়াকে আশ্রয় দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথক বিক্ষোভ মিছিল করেন, তারা পৃথক ভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট আওয়ামী পন্থী শিক্ষক কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানায়।

উক্ত দাবির প্রেক্ষিতে মঙ্গলবার ওই দুই কর্মকর্তাকে বরখাস্তের কথা জানানো হয়। যেখানে উল্লেখ করা হয়, ‘অভিযুক্ত মো. ইলিয়াসুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকুরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ অর্থাৎ শেকৃবির জন্য প্রযোজ্য চাকুরি বিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপ-বিধিতে বর্ণিত ‘অসদাচরণ’ এর দায়ে উক্ত বিধিমালার ১২ (১) উপ-বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক ‘খোরাকী ভাতা’ প্রাপ্য হবেন।’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, ‘গতকালের ঘটনায় শিক্ষার্থীদের দাবির ফলে অভিযুক্ত দুই কর্মকর্তার বাসা বরাদ্দ বাতিল করাসহ তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

Most Popular

Recent Comments