21.3 C
Bangladesh
Tuesday, February 11, 2025
spot_imgspot_img
Homeত্রানফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও...

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
সাম্প্রতিক বন্যায় ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত ১৬ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাঃ মাহবুবুর রহমান। 

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জ, ফেনী জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমির হোসেন, ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রাণী হাজারী, পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন, ফেনী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সানোয়ারুল আলম, দাগনভূঞা উপজেলা প্রশিক্ষিকা দিলরুবা আক্তার, সোনাগাজী উপজেলা প্রশিক্ষক ফজলুল হকসহ জেলার বিভিন্ন পদবীর কর্মচারী, ব্যাটালিয়ান আনসাররাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১৬ জন তৃণমূল পর্যায়ের বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জন সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যা পরবর্তী পূর্ণবাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে। সাধারণ জনগণের সেবার কাজ করছে। জনসেবামূলক কাজের অংশ হিসেবে ফেনী জেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ধরণের জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের ফলে সকল সদস্যদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তিনি আরোও বলেন, কুমিল্লা জেলার ন্যায় অন্যান্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হবে।

জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার স্বেচ্ছাসেবী সদস্যরা প্রত্যেকে ৯ ফুট ঢেউ টিন-২৪টি, ৬ ফুট টিন-১২টি, রিজ/টুয়া-৭টি, আরসিসি পিলার ১৮টি, তারকাটা, টোপ পেরেক, টিন সক্রু, ১৬ নং জিআই তারসহ অন্যান্য জিনিসপত্র এবং পরিবহন ব্যয় ও ঘর তৈরীর জন্য শ্রমিক মজুরী বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এ সমস্ত উপকরণ এবং অর্থ দ্বারা একজন স্বেচ্ছাসেবী সদস্য তার ক্ষতিগ্রস্ত ঘর সম্পূর্ণ তৈরি করতে সক্ষম হবে এবং পর্যায়ক্রমে এ ধরণের পুর্নবাসন উদ্যোগ আনসার ও ভিডিপির পক্ষ হতে আরো গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ইতোপূর্বে বন্যায় বীজতলা ক্ষতিগ্রস্ত ৫০০ জন অসহায় জনগণ ও আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ১০ হাজার ৫৭৫ শতাংশ (৪২৩ হেক্টর) জমিতে আমন ধানের চারা রোপণ করে দেওয়া হয় এবং উক্ত ধানের চারা থেকে উৎপাদিত ধানের পরিমান হচ্ছে ৩৬৩৩.৯ মণ (১৪৫.৩৫ মেট্রিক টন) যার বাজার মূল্য ৪৪.৩৬ লক্ষ টাকা। এছাড়াও ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ আনসার ও ভিডিপি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় এবং ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়।

এসময় ঘর তৈরীর উপকরণ প্রাপ্ত উপকারভোগী সদস্যরা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আনসার বাহিনীর এই কর্মসূচির ফলে তাদের উপকার হয়েছে।

Most Popular

Recent Comments