রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্তমানে তিনটি স্থান জুড়ে চলছে বই মেলা উৎসব৷ এছাড়াও আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী বই মেলার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব বই মেলাতে বই বিক্রির পাশাপাশি চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, শহীদ শামসুজ্জােহা চত্বরের পূর্ব দিকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার আয়োজনে ‘জুলাই স্মারক গ্রন্থমেলা-২০২৫’, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনের তারুণ্যের ভাসনী সামিট ২০২৫ এর এর আয়োজনে বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরিবহণ চত্বরে ওঙ্কারের আয়োজনে ভিন্নধর্মী বই মেলা চলছে।
এ বিষয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার সভাপতি ইমরান লস্কর বলেন, আমাদের ‘জুলাই স্মারক গ্রন্থমেলা-২০২৫’ আট দিন ব্যাপী এই বইমেলাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এই বইমেলাতে ষোলটি স্টলে প্রায় বারোটির বেশি প্রকাশনীর বই রয়েছে। এখানে ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা লেখক ও অতথিদের জন্য আড্ডার ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছি৷
![](https://www.progoti24.com/wp-content/uploads/2025/02/received_1088517839740176-1024x576.jpeg)
‘তারুণ্যের ভাসানী সামিট-২০২৫’ বই মেলার আয়োজক কমিটির সদস্য মো. ওয়াজিদ শিশির অভি জানান, আমরা এই বই মেলার আয়োজন করতে পেরে অনেক আনন্দিত। আমরা আমাদের আশার থেকেও বেশি পাঠক ও বই প্রেমীদের এই মেলাতে দেখছি। যা সত্যিই অনেক আনন্দ ও গৌরবের।
তিনি আরো বলেন, তারুণ্যের ভাসানী সামিটের মূল আয়োজনের একটি অংশ হিসাবে এই বই মেলার আয়োজন। এর মূল প্রোগ্রাম হবে আগামী মে মাসে৷ অর্থাৎ, ভাসানীর ফারাক্কার অভিমূখে লংমার্চের সময়টাতে। যেটি, রাজশাহী জেলার মাদ্রাসা মাঠে আয়োজিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে ব্যক্তিগত ভাবে বইমেলার আয়োজন করেছেন বই প্রেমী রঞ্জু। তিনি পরিবহণ চত্বরে ব্যবসার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার জন্য গড়ে তুলেছেন একটি ছোট্ট লাইব্রেরি। সেখানে প্রায় সব রকম বই পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ায় অনুপ্রাণিত করতে বই উপহারও দিয়ে থাকেন তিনি৷ কোনো শিক্ষার্থী যদি মাসে বিশদিন বা তাঁরও বেশি রঞ্জুর লাইব্রেরিতে বসে বই পড়ে তাহলে তিনি সেই শিক্ষার্থীকে একটি বই উপহার দেন৷ তিনি ফেব্রুয়ারির শুরু থেকেই ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রায় হাজার খানেকের বেশি বই নিয়ে বই মেলাটি শুরু করেছেন। এই মেলার মোটো হিসাবে তিনি বলেছেন বইয়ের সঙ্গে সঙ্গি৷ এই মেলাটি এবারের বই মেলার সবচেয়ে দীর্ঘ বইমেলা এবং এটি চলবে আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত।
হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়