23.7 C
Bangladesh
Saturday, February 22, 2025
spot_imgspot_img
Homeসভাদাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা

দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ  সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
গ্রাম আদালত প্রকল্পের ফেনী জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো.মহাবুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেনসহ  উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।

গত সভার সিদ্ধান্তসমূহের পর্যালোচনা ও গৃহীত পদক্ষেপ/করনীয় এবং ইউনিয়নপর্যায়ে কমিউনিটি শেয়ারিং মিটিং ও সকল ইউনিয়নে প্যানেল গঠন করে বিচার কার্যক্রম শুরু করার জন্য সব প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ ভাবে নিদেশনা প্রদান করেন ফেনী জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো.মহাবুল হক।

শাহিদুল আলম তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাকে নিয়মিতভাবে গ্রাম আদালত আইন ও বিধিমালা অধ্যয়ন করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে বন্ধ থাকা মামলার সকল কার্যক্রম প্যানেল গঠন অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করার জন্য নিদের্শনা প্রদান করেন। ছাড়া তিনি প্রতিটি ইউনিয়নে মামলা ব্যবস্থাপনা ও নথিপত্র সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে কাজ করার তাগিদ দেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। সভায় সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন ও মুকিব হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments