23.7 C
Bangladesh
Saturday, February 22, 2025
spot_imgspot_img
Homeরাবিরাবিতে পাবনা জেলা সমিতির সভাপতি আলহাজ, সম্পাদক তাসলিমা

রাবিতে পাবনা জেলা সমিতির সভাপতি আলহাজ, সম্পাদক তাসলিমা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় দিয়েছে ‘পাবনা জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।’ এসময় নবীন শিক্ষার্থীদের স্টিক, কলম ও বিদায়ীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ফোকলোর গ্যালারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লব পরবর্তী নতুন করে পাবনা জেলা সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসী বিভাগের আলহাজ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন উর্দু বিভাগের তাসলিমা নাসরিন। সমিতির উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি কাওছার আহমেদ, রিয়াজুল ইসলাম রিয়াদ, আরাফাত হাসান, রাকিব রায়হান, ফাতেমাতুজ জহুরা, মোহাম্মদ আলী শুভ, যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম, আবু যুবায়ের, জেসিকা জেরিন ঝুমি, তরিকুল ইসলাম, শারমীন শিলা। সাংগঠনিক সম্পাদক মমিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, বোরহান উদ্দিন, শামীম আহমেদ, আরিফুল ইসলাম, মানিক চাঁদ, শাফিন শাহাদাত। প্রচার সম্পাদক তানভীর খান। দপ্তর সম্পাদক নাজমুল হক আশিক, সহ-দপ্তর সম্পাদক জুনাইদ ইবনে জাহাঙ্গীর। সমিতি উন্নয়ন সম্পাদক সিয়াম রহমান। সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান নূর। ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি, সহ-ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান। ছাত্রী বিষয়ক সম্পাদক তানজিলা তাহসিন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া তাজনিন। তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের আহমেদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাঈদ বিশ্বাস। অর্থ সম্পাদক ফুয়াদ হাসান। রক্ত সংগ্রহ সম্পাদক ইমরান খান। জুলাই বিপ্লব বিষয়ক সম্পাদক দ্বীপ মাহবুব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. আব্দুল আলিম, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. আল আমিন সরকার, অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, অধ্যাপক সালেহ উদ্দিন সেলিম। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা সরদার জহুরুল। এসময় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২১ ফেব্রুয়ারি, ২০২৫

Most Popular

Recent Comments