21.2 C
Bangladesh
Tuesday, February 25, 2025
spot_imgspot_img
Homeসভাফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

ফেনীর দাগনভূঞায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে
ও উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেনের পরিচালনায় এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সদস্য পরিসংখ্যান কর্মকর্তা পরিতোষ মজুমদার,
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুদরাত হোসেন, কাউছার উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লুৎফুল হায়দার ভূঁইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সফিক উল্যাহ ও পুলক দাস উপস্থিত ছিলেন।এছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধি, শিক্ষক, ইমাম,এনজিও কর্মী, ছাত্র প্রতিনিধি, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন।স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Most Popular

Recent Comments