পীরগঞ্জ (রংপুর) থেকেঃ-
রংপুরের পীরগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২ জন। নতুন করে আক্রান্তর পাশাপাশি ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১০ জন। করোনায় উপজেলায় মৃত্যুবরণ করেছেন ০৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৪৪ জন (নতুন ১০ জনসহ)। আজ সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। তিনি জানান নতুন করে ০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তরা বাকী একজন হলেন; চতরা ইউনিয়নের এ কে এম মতিয়ার রহমানের ছেলে আরিফুর রহমান(৩৮)।
মোট আক্রান্ত চিকিৎসাধীন আছেন ৩১ জন তাদের মধ্য হোম আইসোলেসনে ৩০ জন এবং হাসপাতালে আইসোলেসনে ০১ জন। উল্লেখ্য চলতি সময়ে ৪০২ জনের করোনা নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পাঠালে অদ্যবদি ৩৯৯ জনের ফলাফল জানা গেছে।