আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি গ্রামের আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে
বাতশিরি নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা হলরুমে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী এর সভাপতিত্বে ও বাতশিরি নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শিব্বির আহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাতশিরি নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল চুট্টু মিয়া, আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, বাতশিরি বাইতুল আজিম জামে মসজিদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ ও অত্র সংস্থার উপদেষ্টা প্রবাসী আবদুল্লাহ আল মামুন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র সংস্থার সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী।