25.5 C
Bangladesh
Friday, March 14, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনফুলবাড়ীতে কৃষি জমির আবাদ রক্ষায় স্থানীয় কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত।

ফুলবাড়ীতে কৃষি জমির আবাদ রক্ষায় স্থানীয় কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত।

এস,মন্ডল ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরে তামিম হ্যাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিষাক্ত গ্যাস থেকে কৃষি জমি রক্ষার ও ক্ষতিপুরনের দাবিতে স্থানীয় কৃষকদের মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। কৃষি অধিদপ্তর বলছেন,অভিযোগ পেলে তদন্ত করে পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের বোরঙ্গা এলাকায় অবস্থিত তামিম হ্যাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্মটি প্রায় ২শত একর জায়গায় নির্মান করা হয় ২০১৭ সালে। হ্যাচারীটিতে দুই তলা বিশিষ্ট ৬টি সেড রয়েছে। প্রতিটি সেডে সাড়ে ১২ হাজার মুরগী রয়েছে। সেই মুরগীর তাপমাত্রা নিয়ন্ত্রনে ও অপ্রয়োজনীয় মুরগির পাখা গুলো বাহিরে বের করে দেওয়ার প্রয়োজনে প্রতিটি সেটের পূর্ব দিকে ৯টি করে ৫০ ইঞ্চি চওড়া বড় বড় ফ্যান বসানো হয়েছে। সেই ফ্যানের মাধ্যমে সেডের ভিতরের গরম বাতাস ও মুরগির উচ্ছিষ্ট গুলো স্থানীয় কৃষকের জমিতে পড়ে ফলে প্রতিবছরের জমির আবাদ নষ্ট হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকেরা একাধিকবার হ্যাচারির লোকজনের সাথে কথা বলেও কোন সুরাহা না পেয়ে। স্থানীয় কৃষকেরা আজ ৯ মার্চ রোববার দুপুর ১২টায় হ্যাচারির সামনে মানববন্ধন করেন। সেখানে কৃষক দাবি করে বলেন, হয় আমাদের ক্ষতিপুরন দেন, না হয় হ্যাচারির ফ্যান বন্ধ রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার বলেন তামিম হাচারী লিমিটেড পোল্ট্রি ব্রিডার ফার্ম এর বিষাক্ত গ্যাস থেকে কৃষি জমি আবাদ নষ্ট হচ্ছে বিষয়টি লোক মারফত শুনেছি । কিন্তু এবিষয়ে কোন কৃষক আমাদের কাছে অভিযোগ করেন নাই। যদি অভিযোগ আসে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়ে।

Most Popular

Recent Comments