29.2 C
Bangladesh
Saturday, March 15, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনজাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে থাকার দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও...

জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে থাকার দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও কর্মবিরতি।

এস,মন্ডল,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে থাকার দাবিতে সারাদেশের মত দিনাজপুরের ফুলবাড়ীতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচী পালন করছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স। ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকতার কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। সাম্প্রতিক সময়ে এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতা থেকে স্থানান্তরের বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে। যা বাস্তবায়ন হলে নাগরিকদের এনআইডির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা প্রশ্নবিদ্ধ হবে। এছাড়াও সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত¡াবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর দেয়া হয়েছে। তাই জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধিনে রাখার জন্য জোর দাবি জানান নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা নির্বাচন অফিসার কাজল রানা, সহকারী নির্বাচন অফিসার আব্দুছ সামাদসহ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতিসহ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments