পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের বৃহত্তর সংগঠন ‘পায়রা’র সভাপতি হিসেবে মোঃ শহিদুল ইসলাম সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: রেজওয়ান সিদ্দিকী’কে দায়িত্ব দেয়া হয়েছে। তারা যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রনরত আছেন। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।
গত বৃহস্পতিবার (১৩ই মে) পায়রার উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেয়া হয়। বিগত বছরে যারা কলাপাড়া উপজেলায় শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছেন তাদেরকে এই কমিটিতে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
পটুয়াখালী অনন্যা, কুয়াকাটা সাগরকন্যা যার প্রাণ কলাপাড়া উপজেলা। বিভিন্ন সংস্কৃতি ও উপজাতিদের সংমিশ্রণে এই উপজেলা সমৃদ্ধ হলেও উপকূলীয় এলাকা হওয়ায় শিক্ষা ব্যবস্থায় ছিলো দেশের পিছিয়ে পড়া উপজেলার মধ্যে একটি। উচ্চমাধ্যমিক কোনোভাবে পার করতে পারলেও বিশ্ববিদ্যালয়ে পড়া তাদের অধরা স্বপ্ন ছিলো। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে কাজ করে যাচ্ছে একঝাঁক তরুণ। বর্তমানে এই উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী রয়েছেন। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান থেকেও স্নাতক ও স্নাতকোত্তর করার হার বেড়েছে উল্লেখযোগ্য পর্যায়ে। সংগঠনটি বর্তমানে উচ্চশিক্ষা অর্জনে বৃত্তির ব্যবস্থাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম সৈকত বলেন, ‘সভাপতি হিসেবে এই সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য চ্যালেঞ্জের। আমরা কলাপাড়ার শিক্ষার্থীদের কল্যাণে পূর্বে যে মোটো নিয়ে কাজ করেছি তা আগামী দিনে আরো গতিশীল হবে বলে আশা রাখি। এছাড়া সবার কাছে আমার ও সংগঠনের জন্য দোয়া কামনা করছি।’
এছাড়া নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘একজন শিক্ষকের সন্তান হিসেবে এই এলাকার শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমি নিজে প্রত্যক্ষ করেছি। আশাকরি আমার বাবার মতো এই উপজেলায় শিক্ষা বিস্তারে পায়রার মাধ্যমে অবদান রাখতে পারবো।’