24 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedমহিপুরের লতাচাপলী ইউপি চেয়ারম্যান করোনামুক্ত।

মহিপুরের লতাচাপলী ইউপি চেয়ারম্যান করোনামুক্ত।

নিজস্ব প্রতিবেদকঃ
মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। সোমবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তার স্ত্রীর রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়টি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বিষয়টি তার ফেসবুক বার্তায় নিশ্চিত করে লেখেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শারীরিকভাবে সুস্থ আছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।

তবে তিনি নিজের বিষয়টি ফেসবুক বার্তায় নিশ্চিত করলেও স্ত্রীর ব্যাপারে কিছুই লেখেন নি। তিনি মুঠোফোনে জানান, তার স্ত্রীকে আলাদা কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

Most Popular

Recent Comments