25.7 C
Bangladesh
Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeমানববন্ধনফেনীর দাগনভূঞায় বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফেনীর দাগনভূঞায় বিএনপি নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলারদাগনভূঞায় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সবুজ ও জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দাগনভূঞা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতনসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বিকেলে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন  কর্মসূচি পালন করে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা।
সাবেক পৌর কাউন্সিলর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলোর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল হাসেম বাহাদুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বিএনপি নেতা পেয়ার আহমদ আকাশ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু হায়দার পলিন,যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments