35.1 C
Bangladesh
Saturday, April 19, 2025
spot_imgspot_img
Homeরাবিরাবি'র এ ইউনিটের প্রশ্ন পত্রে ভুল, পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত নম্বর

রাবি’র এ ইউনিটের প্রশ্ন পত্রে ভুল, পরীক্ষার্থীরা পাবেন অতিরিক্ত নম্বর

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক ১ম বর্ষ (২০২৪-২৫ সেশন) ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ১ম শিফটের প্রশ্নপত্রে ৩ টি প্রশ্নে ভুল পাওয়া গিয়েছে। প্রশ্ন পত্রের ৩- নম্বর সেটে বাংলা অংশের ১৩, ১৬ ও ২৩ নম্বর প্রশ্নে ভুল পাওয়া যায়। প্রশ্ন পত্রে তিনটি প্রশ্ন ভুল প্রমাণিত হলে প্রত্যেক পরীক্ষার্থীকে নম্বর দেয়া হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য ফরিদ খান ( শিক্ষা)।

প্রশ্নপত্রে দেখা যায়, ১৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে, দিলদরিয়া কোন সমাস? যার সঠিক উত্তর হবে রূপক কর্মধারয় সমাস। কিন্তু প্রশ্নপত্রে প্রদত্ত চারটি অপশনের কোনোটিতেই সঠিক উত্তর দেয়া নেই।

এরপর ১৬ নম্বর প্রশ্নে ‘আন্না’ শব্দটির সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়। যেটির সঠিক উত্তর হওয়ার কথা ‘আর+ না’। তবে অপশন ‘খ’ তে ‘আব+না ‘ থাকলেও সঠিক উত্তর পাওয়া যায়নি কোনােটাতেই । অন্যদিকে ‘খ’ নম্বর অপশনটি সঠিক উত্তরের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ হওয়ায় সেটিকে সঠিক মনে করে ভুল উত্তর করেছেন বলে জানায় পরীক্ষার্থীরা।

২৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয় নিচের কোন গুচ্ছটি ‘অমোঘ-মহাপ্রাণ’ ধ্বনি। কিন্তু, বাংলা ব্যাকরণে অমোঘ-মহাপ্রাণ ধ্বনি বলতে কোন ধ্বনির অস্তিত্ব পাওয়া যায়না। এটি হওয়ার কথা অঘোষ মহাপ্রাণ। কিন্তু প্রশ্ন পত্রে সঠিক উত্তর না থাকায় বিভ্রান্তিতে পড়েছে অনেক পরীক্ষার্থী।

রাবি কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন জানান, প্রশ্নপত্রে কোন ভুল নেই। সবগুলো প্রশ্নে সঠিক উত্তর দেয়া আছে।

তবে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শাহিদ ইকবাল জানান, প্রশ্নপত্রের এই ৩টি প্রশ্নে ভুল রয়েছে। পাশাপাশি অমোঘ-মহাপ্রাণ বলে কোন শব্দ বাংলা ব্যাকরণে পাওয়া যায়না।

রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ খান জানান, ভুল হয়ে থাকলে সেটি অনাকাঙ্ক্ষিত। যদি ভুল প্রমাণিত হয় তাহলে প্রত্যেক পরীক্ষার্থীকে এই ৩ টি প্রশ্নের নম্বর প্রদান করা হবে।

হাফিজুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

Most Popular

Recent Comments