19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়সেপ্টেম্বরে কি আসছে শিক্ষার্থীদের স্বল্পমূল্যের ডিভাইস ও ইন্টারনেট?

সেপ্টেম্বরে কি আসছে শিক্ষার্থীদের স্বল্পমূল্যের ডিভাইস ও ইন্টারনেট?

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “অনলাইন ক্লাসে অংশ নিতে শিক্ষার্থীরা যাতে সহজে ডিভাইস এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা পায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আমরা জানাতে পারব।“ করোনা মহামারীতে দেশের স্থবির শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে সরকারের এই উদ্যেগের কথা দেশের শিক্ষামন্ত্রী পূর্বেই জানিয়েছিলেন, তবে এবার নিশ্চিত করেই এই কার্যক্রম চালুর ইঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনলাইনে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “যেকোনো সংকট শুধু সমস্যাকেই নিয়ে আসে না সম্ভাবনার দ্বারও উন্মুক্ত করে। এই মহামারি পরিস্থিতিতে আমরা সেই শিক্ষাই পেলাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য যেসব উদ্যোগ নিয়েছে সেটা হয়তো আরও ১০ বছর পরে নেওয়া হতো। কিন্তু সেই উদ্যোগ এখনই নেওয়া হলো, এটি সবচেয়ে বড় সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতে আগামী কয়েক মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা প্রায় অসম্ভব। আর তাই জোড়াতালি দিয়ে চলতে থাকা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হলেও এই ক্লাসের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ। তবে নিন্মবিত্ত, নিন্ম-মধ্যবিত্ত এবং অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় আধুনিক ডিভাইস কিংবা অতি উচ্চ মূল্যে ইন্টারনেট প্যাকেজ কেনার সক্ষমতা না থাকায় পিছিয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। দেশের অতি সাধারণ এসব শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণের আওতায় মোবাইল ডিভাইস এবং স্বল্প মূল্যে ইন্টারনেট সেবা পৌছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল বাংলাদেশ ধারণার প্রবর্তক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর সুজোগ্য পুত্র দেশের তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানান।

সূত্রঃ mobilemaya.com

Most Popular

Recent Comments