26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeদোয়া মুনাজাতআবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সুস্থতা কামনায় আগৈলঝাড়া থানা মসজিদে দােয়া-মােনাজাত।

আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সুস্থতা কামনায় আগৈলঝাড়া থানা মসজিদে দােয়া-মােনাজাত।

শফিকুল ইসলাম (এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল-১ গৌরনদী ও আগৈলঝাড়া আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী মর্যদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র দ্রুত সুস্থতা ও আশু রােগ মুক্তি কামনায় আগৈলঝাড়া থানা মসজিদ সহ বিভিন্ন মসজিদে বুধবার বাদ যােহর বিশেষ দােয়া ও মােনাজাত অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ মঙ্গলবার রাত নয়টার দিকে আকস্মিক অসুস্থ হয়ে পরলে তাকে তাৎক্ষনিক ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর একান্ত সচিব মা. খায়রুল বাশার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আকস্মিক তার শারীরিক অবস্থার অবনতি হল দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎকরা জানিয়ছেন তিনি স্ট্রােক করেছেন, হার্টের সমস্যা রয়েছে। পরীক্ষায় তার করােনা নেগটিভ রিপাের্ট এসেছে। হাসপাতালের আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য সার্বক্ষনিক মনিটরিং করেছেন চিকিৎসকরা। বর্তমান তার আশু রােগ মুক্তি কামনায় সকলের কাছে দােয়া প্রার্থনা করেছেন তার পরিবার।
আগৈলঝাড়া থানা মসজিদে দােয়া মিলাদে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ, অফিসার গন, ফোর্সসহ মুসুল্লিরা। দােয়া ও মিলাদ পরিচালনা করেন থানা মসজিদের ইমাম সাহেব।

Most Popular

Recent Comments