23.7 C
Bangladesh
Thursday, November 21, 2024
spot_imgspot_img
Homeখেলার মাঠফুটবলআগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় হামলা-সংঘর্ষে ২০জন আহত।

আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় হামলা-সংঘর্ষে ২০জন আহত।

শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় হামলা-সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়েছে। গুরুতর আহত ১০জনকে বরিশাল শেবাচিমসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাস্তা গ্রামে রাস্তা বঙ্গবন্ধু ফুটবল টুনামেন্ট নামে একটি খেলার আয়োজন করে। ওই টুনামেন্টে ১৬টি অংশ গ্রহন করে। শুক্রবার বিকেলে রাস্তা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম পর্বের খেলায় আগৈলঝাড়া বাইপাস একাদশ বনাম গৈলা একাদশের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার মধ্য সময়ে আগৈলঝাড়া বাইপাস একাদশ পানি পানের বিরতি জন্য সময় চাইলে খেলার আয়োজক কমিটি সময় দিতে অনিহা প্রকাশ করায় দুপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষে বার্ধে। পুনরায় খেলা শুরু হলে ১-১ গোলে খেলা শেষ হয়। খেলা শেষে পুনরায় বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষে উভয় পক্ষের নব তালুকদার, রতন তপাদার, নাহিদ বেপারী, সজল ফকির, রিফাত আহসান, আবির পাইক, আকাশ সরদার, নাইমুল হক, রিয়াজ সরদার, নয়ন বেপারী, সজিব ফকির, নয়ন ফকির, ওসমান সরদার, সাদ্দাম মিয়া, ইব্রাহিম ফকির, শাওন ফকিরসহ ২০জন আহত হয়েছে। এদের মধ্যে নব তালুকদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ও বাকী ৯জনকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও টরকী সুইজ কিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনা আমাদের জানা নেই। তবে কোন পক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Most Popular

Recent Comments