22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসংবর্ধনাগাড়ি চালককে গাড়ির যাত্রী করে বিদায়ী সংবর্ধনা দিলেন ওসি আফজাল।

গাড়ি চালককে গাড়ির যাত্রী করে বিদায়ী সংবর্ধনা দিলেন ওসি আফজাল।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় কর্মরত ড্রাইভার কনস্টেবল মোঃ হারুন অর রশিদ বাংলাদেশ পুলিশ বাহিনী হতে অবসরে যান। আজ ২৯/১০/২০২০ বৃহস্পতিবার দুপুরে তাকে কর্মস্থল থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

দীর্ঘদিন যে গাড়ির চালক ছিলেন হারুন অর রশিদ আজ যাওয়ার সময় তিনি হলেন সেই গাড়ির সম্মানিত যাত্রী আর চালক হলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন।
বিদায়ের সময় এভাবে সম্মান জানানোর দৃশ্য দেখে উপস্থিত সবাই অভিভুত হন। এর আগে তাকে বিদায়ী উপহার প্রদান করা হয়। এ সময় থানার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। সারা জীবন চাকুরী করে সম্মানের সাথে বিদায় নিতে পারাও গৌরবের। তাই তাকে যাবার সময় এভাবে সম্মাননা দেওয়া হয়েছে।

Most Popular

Recent Comments