19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeকৃষি ও প্রকৃতিইন্দুরকানীতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন।

ইন্দুরকানীতে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন।


মো ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষে ১৬ নভেম্বর রাতে ইন্দুরকানী উপজেলা মাঠে ইন্দুরকানী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকার স্বার্বিক তত্বাবধানে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে । গোপালগঞ্জ,খুলনা,বাগেরহা,সাতক্ষিরা ও পিরোজপুর কৃষি উন্নয় প্রকল্প,ডিএই অংগ, খালনার অর্থায়নে কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পিরোজপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু,বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপর, কৃষিবিদ চিন্ময় রায়, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,এমমতিউর রহমান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন,ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার,রুহুল আমিন বাঘা, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহীদ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতিয় পার্টি জেপি সভাপতি আছাদুল কবির স্বপন তালুকদার সহ উপজেলা জেপির নেতৃ বিন্দ। অতিথিদয় মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবছর ২০ টি স্টলে সুসজ্জিৎ মেলা প্রাঙ্গণ নজর কারা সৌন্দর্য দেখে মুগদ্ধ উপস্থিত দর্শক বৃন্দ।হাজারও দর্শকের উপস্থিতিতে সরগম হয়ে উঠে মেলা প্রাঙ্গন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষিসম্প্রারণ অফিসার আসাদুজ্জামান,সহকারি কৃষি সম্প্রাসারণ অফিসার সাঈদুর রহমান, উপসহকারি কৃষি অফিসার ইব্রাহীম সর্দার, জাহিদুল ইসলাম, সাবেক উপসহকারি কৃষি অফিসার আ ফ ম,রেজাউল করিম প্রমুখ।
এর আগে ইন্দুরকানী উপজেলা স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতৃক নির্মিত প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে ৬ টি প্রকল্প কাজের উদ্বোধন করেণ মাননীয় সাংসদআরোয়ার হোসেন মঞ্জু। প্রকল্পগুলির বিবরণ-পাড়েরহাট ইউনিয়নের ১০ নং সঃ প্রাঃ বিদ্যালয় চার তলা একাডেমি ভবন নির্মান কাজের উদ্বোধন, ৫ নং লক্ষীদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন ও ২৪ নং মধ্য ইন্দুরকানী সরকারি প্রাঃ বিদ্যালয় ৪ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ওমোনাজাতে অংশ নেন। পাড়েরহাট সওজ সড়ক ও জিসি সড়কের রক্ষনাবেক্ষন কাজ ও লক্ষীদিয়া গ্রাম সড়ক রক্ষনা বেক্ষন কাজ সহ পাড়েরহাট ইউনিয়ন ও পত্তাশী ইউনিয়ন ওয়াপদার হাট সড়কের রক্ষনাবেক্ষন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয় মোনাজাত করেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ,এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, সহকারি ইঞ্জিনিয়ার রবিন ঢালি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবিন্দ।

Most Popular

Recent Comments