26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসড়ক ও জনপদভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর নামে ১০ কি.মি. সড়কের নামকরণ করা হয়েছে।

ভান্ডারিয়ায় বঙ্গবন্ধুর নামে ১০ কি.মি. সড়কের নামকরণ করা হয়েছে।


মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের ভা-ারিয়া বটতলা থেকে শুরু করে কলেমা চত্বর হয়ে চরখালী বিসমিল্লাহ চত্বর পর্যন্ত ১০ কি.মি সড়কের নাম করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। গত কাল বুধবার উপজেলা অডিটরিয়ায়ে উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সভায় জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এ ঘোষনা দেন। সভায় আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হলে এদেশের এত উন্নয়ন সম্ভব হত না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. বদরুল আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী শংকর বল প্রমূখ। সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ওসি এস,এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, খান এনামূল করিম পান্না প্রমূখ সভায় উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। পরে মঞ্জু স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে উপজেলা জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এককর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে সভাপতিতত্ব করেন উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক সালাউদ্দিন রাহাত জোমাদ্দার।

Most Popular

Recent Comments