19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeদূর্ঘটনাপিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

মো ফেরদৌস মোল্লা,
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সানজিদা আক্তার (১২) নামের ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। ১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সানজিদা আক্তার পার্শ্ববর্তী পাথরঘাটা থানার রায়হানপুর গ্রামের জাকির হোসেন খানের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালে ঘরের আঁড়ার সাথে সানজিদাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বজনরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মঠবাড়িয়া থানার এসআই জাফর আহমেদ জানান, পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সানজিদা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।

Most Popular

Recent Comments