আল আমিন মৃধা,
সাভার উপজেলা প্রতিনিধিঃ
স্বেচ্ছাসেবক আছে বলেই দুর্যোগকালীন সময়ে ক্ষয় ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়। এমনটি বলছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। গত 5 ডিসেম্বর রোজ শনিবার দুপুরে মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কম্প্লেক্স মাঠে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2020 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ।
ডিজি জানান দেশে বর্তমানে 436 টি ফায়ার স্টেশন আছে আগামী জুনের মধ্যে 286 টি স্টেশন চালুর পরিকল্পনা রয়েছে। দেশে 13 হাজার 110 জন ফায়ার কর্মী । বিগত দিনের তুলনায় বর্তমানে অনেকটাই বাহিনীর সক্ষমতা বেড়েছে।
অনুষ্ঠানে প্রথমবারের মতো ২৫ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে ফায়ার ফাইটিংয়ে অবদান রাখায় ১৩ এবং অনুসন্ধান ও উদ্ধার কাজে অবদান রাখায় ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়। সাভার ফায়ার স্টেশন এর অধীনে একজন আরবান কমিউনিটি ভলান্টিয়ারও এ সম্মাননা পান।
এর আগে বেলা ১১টায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২০ দিবসকে ঘিরে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মিরপুর ৬ নম্বর ঘুরে আবারও সংস্থার ট্রেনিং কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৮৫ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন সর্বপ্রথম প্রতি বছর এই দিনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন শুরু করে। স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছসেবী সংস্থাগুলোর পক্ষে বিশ্ব সম্প্রদায়, বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের সংস্থা, সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারী খাতের সঙ্গে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, কাজের প্রচার করা, মূল্যবোধ ভাগ করে নেয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।
দিবসটি উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।