17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসংবর্ধনাআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আগৈলঝাড়ায়...

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আগৈলঝাড়ায় পাঁচ জয়িতাকে সংর্বধনা প্রদান।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সামাজিত ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৫জন জয়িতা নারীকে সংর্বধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন উদ্যেগে বুধবার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম’র সভাপতিত্বে জয়িতাদের সংর্বধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার,
উপজেলা ভাইস চেয়াম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাদ দৌলাতুন নেছা নাজমা, সভায় উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,এস আই আলী হোসেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্তসহ প্রমুখ।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ফুল্লশ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যর জন্য জোবারপাড় গ্রামে অপূর্ব কুমার সরকারের স্ত্রী সঞ্জিতা বৈষ্ণব, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে অবদানের জন্য পশ্চিম মোল্লাপাড়া গ্রামের প্রবীর কুমার বিশ্বাস ননীর স্ত্রী লিলি হালদার, সফল জননী হিসেবে কালুরপাড় গ্রামের রবি চন্দ্র দাসের স্ত্রী মালতী রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুলে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করায় মুড়িহার গ্রামের মো.মনির হোসেন স্ত্রী মোসাঃ রেনু খানমকে সংবর্ধনা শেষে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

Most Popular

Recent Comments