19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedহাজার বছর বাঁচার প্রেরণা!!

হাজার বছর বাঁচার প্রেরণা!!


মো ফেরদৌস মোল্লা, পিরোজপুর প্রতিনিধি ঃ
ভাণ্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের ফরিদ। অসম্ভব একজন ফাইটার। পুরোপুরি অচল আরেকজনের সাহায্য ছাড়া চলা কঠিন তার জন্য। তবুও জীবনের উপর বীতশ্রদ্ধ নন, তবু তার লড়াই চালিয়ে যান। এরকম অবস্থায় ভীক্ষা না করে ফরিদ একটি দোকান চালাচ্ছেন। নিজে আয় করছেন, তার মাকেও দিচ্ছেন। কোন অজুহাত দিচ্ছেন না, লড়াই করে যাচ্ছেন। তার চাওয়া খুব বেশি না, তার দোকানটা যেন আরেকটু ভালোভাবে চালাতে পারেন সেই ব্যবস্থা করা।ফরিদ সরকারিভাবে প্রতিবন্ধি ভাতা পাচ্ছেন। বাজারে তাকে একটি ছোট্ট দোকান ঘর দেয়া আছে।
ফরিদ বিকাশ, নগদ এসবের এজেন্ট হয়ে ব্যবসা করতে পারেন। মোবাইলের ফ্লেক্সিলোড এর ব্যাবসা করতে পারেন। তার কথা অস্ট্রেলিয়া প্রবাসী বড় ভাই

ফজলুল বারী
ভাইকে জানালে, তিনি বললেন আমরা তাকে কিছু সহযোগিতা করতে চাই। ফরিদকে এবং তার মায়ের হাতে এককালীন কিছু সহযোগিতা করা হয়েছে। তার মুখের আনন্দের যে ছটা কাল দেখেছি, ওই হাসিগুলো দেখে হাজার বছরও বেঁচে থাকা যায়, হাজার বছর বাঁচার প্রেরণা পাওয়া যায়।

ফরিদকে সালাম।
মোঃ নাজমুল আলম নবীন

উপজেলা নির্বাহী অফিসার

ভান্ডারিয়া, পিরোজপুর

এর ফেইজবুক ওয়াল থেকে নেয়া।

Most Popular

Recent Comments