22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedপিরোজপুরে ধর্ষণ মামলার আসামী মোঃ রানা শেখ গ্রেফতার

পিরোজপুরে ধর্ষণ মামলার আসামী মোঃ রানা শেখ গ্রেফতার


মো ফেরদৌস মোল্লা, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরের পলাতক ধর্ষণ মামলার আসামী মোঃ রানা শেখ(১৯ কে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি টহল দল। আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর টহল দল পাশ্ববর্তী বাগেরহাট জেলার সদর থানা থেকে গ্রেফতার করে। রানা শেখ নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ নেছফার শেখ এর পুত্র।
বরিশাল র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০৩ ডিসেম্বর জেলার নাজিরপুর থানাধীন রঘুনাথপুর গ্রামের মোঃ নেছফার শেখ এর পুত্র মোঃ রানা শেখ(১৯) প্রতিবেশী এক নারীকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিত। গত ৩ ডিসেম্বর রাতে আসামী ভিকটিমের বাড়িতে তার স্বামী না থাকায় জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পাশের লোকজন তাকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামী মোঃ রানা শেখ পলাতক ছিলো। বিভিন্ন প্রত্রিকা এবং সংবাদের মাধ্যমে জানতে পেরে র‌্যাব-৮ ছায়া তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে আজ বুধবার ভোরে বাগেরহাট জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত রানা শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Most Popular

Recent Comments