17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসড়ক দুর্ঘটনাগৌরনদীতে ট্রাকের চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত।

গৌরনদীতে ট্রাকের চাঁপায় মোটরসাইকেল আরোহী নিহত।

শফিকুল ইসলাম(এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

বরিশাল-ঢাকা সহসড়কে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা গাইনের পাড় নামক এলাকায় ট্রাকের চাঁপায়
মোঃ ফয়সাল মোল্লা (৩০) নামের রবি ফোন কোম্পানীর মোটরসাইকেল আরোহী এক বিক্রয় কর্মী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, রবি ফোন কোম্পানীর বিক্রয় কর্মী ফয়সাল মোল্লা উপজেলার ভূরঘাটা এলাকায় মার্কেটিং করতে বৃহস্পতিবার

দুপুর সোয়া ১২টার দিকে নিজের ব্যাবহৃত মোটরসাইকেল যোগে রওনা হন।

পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক
মোটরসাইকেলসহ তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে সেখানে কর্তব্যরত চিকিৎসকগন দ্রুত তাকে

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুপুর ২টার দিকে সে মারা যায়।

নিহত রবি ফোন কোম্পানীর বিক্রয় কর্মী মোঃ ফয়সাল মোল্লার বাড়ি উপজেলার দক্ষিন রামসিদ্দি গ্রামে। সে ওই গ্রামের মোঃ ছালেক মোল্লার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই মোঃ মোজাম্মেল হক জানান, মোটরসাইকেলসহ আরোহীকে চাঁপা দিয়ে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

ট্রাকটি সনাক্ত ও আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Most Popular

Recent Comments