19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeজাতীয়কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ ও চেক বিতরণ।

কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ ও চেক বিতরণ।

মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ ও চেক বিতরণ অনুষ্ঠিত। ‘‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সামজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা সমাজসেবা অফিসার মহাসিন কবির, সমাজ সেবক আঃ লতিফ খসরু, ক্যান্সার আক্রান্ত আফরোজা আক্তার মুন্নী প্রমুখ। আলোচনা সভা শেষে ৫জন ক্যান্সার রোগীকে ৫০ হাজার করে এবং ক্ষুদ্রঋণে ১২জনকে ২০হাজার করে মোট ৫ লক্ষ ১০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Most Popular

Recent Comments