22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতমহিপুরে ইয়াবা সহ মটরসাইকেল চালক আটক।

মহিপুরে ইয়াবা সহ মটরসাইকেল চালক আটক।

মহিবুল্লাহ পাটোয়ারী :

পটুয়াখালীর মহিপুরে আনোয়ার হোসেন (৩৭) নামে এক মোটরসাইকেল চালককে মাদকদ্রব্যসহ (ইয়াবা ও গাঁজা) আটক করেছে মহিপুর থানা পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে মহিপুর থানার এসআই মোঃ আসাদুজ্জামান জুয়েল ও এএসআই মোঃ সোলাইমানের নেতৃত্বে পুলিশ টিমের তল্লাশি অভিযান চলাকালীন সময়ে লতাচাপলী ইউনিয়নের আমখোলাপাড়া থেকে ইউনিয়নের মহিপুর গ্রামের রহমান হাওলাদারের ছেলে আনোয়ার কে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায় আটককৃত আনোয়ার মহিপুরের বাসিন্দা। সে ভাড়ায় মোটরসাইকেল চালানোর আড়ালে দীর্ঘদিন পর্যন্ত মাদক পরিবহন ও বিক্রি করে আসছিলো।

কিন্তু এর আগে প্রমাণের অভাবে তাকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে এসআই মোঃ আসাদুজ্জামান জুয়েল বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

Most Popular

Recent Comments