17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeআইন ও আদালতমঠবাড়িয়ায় ২টি অবৈধ ইট ভাটায় জরিমানা, ১টি কয়লার চুল্লী গুড়িয়ে দিয়েছে ভ্রম্যমান...

মঠবাড়িয়ায় ২টি অবৈধ ইট ভাটায় জরিমানা, ১টি কয়লার চুল্লী গুড়িয়ে দিয়েছে ভ্রম্যমান আদালত।

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পরিবেশের জন্য ক্ষতিকর পিরোজপুরের মঠবাড়িয়ায় দুইটি অবৈধ ইটের ভাটা মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত। এসময় একটি অবৈধ কয়লার চুল্লীও গুড়িয়ে দেয়া হয়েছে ফায়ার কর্মিদের দ্বারা। সোমবার বিকেলে উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী গ্রামে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বিচার কার্য পরিচালনা করেন পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)আকাশ কুমার কুন্ডু, বরিশাল পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দীন (প্রসিকিউটর), মঠবাড়ীয়া থানা পুলিশ ও মঠবাড়ীয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য বৃন্দ।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)আকাশ কুমার কুন্ডু বলেন, উপজেলার সাপলেজা উইনিয়নে অবৈধ ইট ভাটা ও চুল্লীর মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ৪৫হাজার টাকা জরিমানা ও একটি চুল্লী সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

Most Popular

Recent Comments