19.4 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
HomeUncategorizedজেলা পুলিশের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ পনের (১৫)টি কন্যা শিশুর পরিবারকে পাঠানো...

জেলা পুলিশের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ পনের (১৫)টি কন্যা শিশুর পরিবারকে পাঠানো হলো ফুল ও নতুন পোশাক।

মোঃ-আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

“কন্যা সন্তান বোঝা নয়, আশীর্বাদ”- পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে পুলিশ সুপার চুয়াডাঙ্গা এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেছেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেসবুক পেজে “কন্যা সন্তান জন্ম হলে ফোন করুন, উপহার পৌঁছে যাবে সাথে সাথে” শিরোনামে একটি পোষ্ট দেওয়া হয়। এটি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জেলা পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ।

গত ১৪.০১.২০২১ তারিখ দুপুর অনুমান ১৬.০০ ঘটিকার সময় সাং-গোরস্থান পাড়া, থানা-চুয়াডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গার (১) মোঃ টুটুল মিয়া ও মোছাঃ ইসমেহার লতা, দম্পতির পরিবার জানায় গত ০৮.০১.২০২১ খ্রি. তারিখ রাত্র ২৩.০০ ঘটিকার সময় নিজ বাড়ীতে তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সদ্য ভুমিষ্ট কন্যা সন্তানের স্বজনরা পুলিশ কন্ট্রোল রুমে তাদের বাচ্চা ভুমিষ্ট হওয়ার সু-সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঐ শিশুর জন্য ১) নিউবর্ণ বেবী প্যাকেজ, ২) পোশাক, ৩) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। কন্যা শিশুর পরিবারের লোকজন বিষয়টি দেখে উৎফুল্ল হয়ে যায়। এছাড়াও (২) মোঃ ইনামুল হক ও মোছাঃ সোনিয়া খাতুন সাং-ছয়ঘরিয়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার একই দিনে দুপুর অনুমান ১৭.০০ ঘটিকার সময় মোবাইল ফোনে জানায় গত ০৮.০১.২০২১ খ্রি. তারিখ রাত্র ২০.৩০ ঘটিকার সময় আঁখি তারা ক্লিনিক, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। পুলিশ কন্ট্রোলরুমের মাধ্যমে এই সু-সংবাদ শোনা মাত্রই পুলিশ সুপারের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ঔ সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের জন্য ১) নিউবর্ণ বেবী প্যাকেজ, ২) পোশাক, ৩) ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। কন্যা শিশুর পরিবারের লোকজন বিষয়টি দেখে খুশিতে হতবাক হয়ে যায়। এমনি ভাবে পর্যায়ক্রমে পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল ফোনের মাধ্যমে (৩) আকবার আলী ও স্মৃতি খাতুন, সাং-সুবদিয়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ০৮.০১.২০২১ খ্রি. তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় সদর হাসপাতাল, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৪) হাফিজুর রহমান ও মোছাঃ শান্তনা খাতুন, সাং-হাটকালুগঞ্জ, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ০৭.০১.২০২১ খ্রি. তারিখ সকাল ০৬.০০ ঘটিকার সময় ইউনাইটেড হাসপাতাল, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৫) মোঃ আশিক ও মোছাঃ আলিয়া খাতুন, সাং-নুরনগর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ০৮.০১.২০২১ খ্রি. তারিখ রাত ১৯.০০ ঘটিকার সময় রফিক ক্লিনিক, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৬) মোঃ তরিকুল ইসলাম ও মোছাঃ পপি খাতুন, সাং-নেহালপুর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা। দম্পতির পরিবার জানায় গত ১০.০১.২০২১ খ্রি. তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় নিজ বাড়ীতে তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৭) রজিবুল ইসলাম ও মোছাঃ রজিনা খাতুন, সাং-আলুকদিয়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১২.০১.২০২১ খ্রি. তারিখ ভোর ০৪.০০ ঘটিকার সময় সদর হাসপাতাল, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৮) মোঃ বাবুল হাসান ও মোছাঃ তামান্না খাতুন, সাং-বাগানপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১৩.০১.২০২১ খ্রি. তারিখ ১৮.০০ ঘটিকার সময় ইউনাইটেড হাসপাতাল, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (৯) মোঃ বিল্লাল হোসেন ও বিউটি খাতুন, সাং-শাহাপুর, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১৪.০১.২০২১ খ্রি. তারিখ সকাল ০৬.২০ ঘটিকার সময় নিজ বাড়ীতে তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (১০) মোঃ আব্দুল মতিন ও সেলিনা আক্তার, সাং-সি এন্ড বি ঈদগাহ পাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১২.০১.২০২১ খ্রি. তারিখ ভোর ০৪.০০ ঘটিকার সময় সদর হাসপাতাল, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (১১) মোঃ রওশন আলী ও মোছাঃ নদিয়া খাতুন, সাং-বেলগাছি, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ০৮.০১.২০২১ খ্রি. তারিখ রাত ২১.৪০ ঘটিকার সময় উপসম ক্লিনিক হোম, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (১২) ইন্দ্রজিত ও চন্দনা রানী, সাং-খেজুরা, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ০৮.০১.২০২১ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় মা ক্লিনিক, চুয়াডাঙ্গায় তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (১৩) জিনারুল ইসলাম ও মোছাঃ জুবায়েদা খাতুন, সাং-হাটকালুগঞ্জ, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১২.০১.২০২১ খ্রি. তারিখ ১৬.০০ ঘটিকার সময় ইউনাইটেড হাসপাতাল, চুয়াডাঙ্গাতে তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (১৪) খেদের আলী ও মুন্নি খাতুন, সাং-ছয়ঘরিয়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ০৯.০১.২০২১ খ্রি. তারিখ রাত ০৩.০০ ঘটিকার সময় সদর হাসপাতাল, চুয়াডাঙ্গাতে তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। (১৫) ওয়াশিম আলী ও বর্ষা খাতুন, সাং-জালশুকা, থানা ও জেলা-চুয়াডাঙ্গা দম্পতির পরিবার জানায় গত ১১.০১.২০২১ খ্রি. তারিখ ১৩.০০ ঘটিকার সময় মা ক্লিনিক, চুয়াডাঙ্গাতে তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে কয়েকজন পুলিশ সদস্যসহ সকল পরিবারের কাছে উপহার সামগ্রী নিয়ে তাদের বাসায় উপস্থিত হন। পুলিশের এই ব্যতিক্রমী কর্মকান্ডের প্রশংসা এখন স্থানীয় জনসাধারণের মুখে মুখে। কন্যা সন্তান জন্ম নেওয়ার কারনে সংসারে অশান্তি সৃষ্টি ও পারিবারিক অসন্তোষ দেখা যায়। পুলিশ সুপারের এই মহতী উদ্যোগ হতে পারে সমাজের

Most Popular

Recent Comments