26.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeসড়ক ও জনপদস্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার!

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার!


জয়পুরহাট প্রতিনিধিঃ ২৩ জানুয়ারি, ২১
জয়পুরহাটের কালাইয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেহাল সড়কের সংস্কারকাজ করছেন স্থানীয়রা। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুদ-পুর রাস্তার সংস্কারকাজ করা হয়। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ টুকরি ও কোদাল নিয়ে পাশের জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলছেন।

সরেজমিনে দেখা যায়, হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ টুকরি ও কোদাল নিয়ে পাশের জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলছেন। দীর্ঘদিন ধরে টাকাহুদ-পুর গ্রামের কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়েছিল। এর মধ্যে বন্যা ও বৃষ্টিতে রাস্তা ভেঙে আরও ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসীরা। পরে এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।

রাস্তা সংস্কারকাজে ব্যস্ত সাইদুর ফকির, মানজাব মন্ডল, আঃ রউফ খান, মোহন উদ্দিন খান, সবুজ আহমেদসহ অনেকেই বলেন, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে এলাকার সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তায় মাটি ফেলে সংস্কার করা হয়।

এ বিষয়ে উদয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী বলেন, বর্তমান সরকারের কর্মসৃজন ও এলজিএসপি প্রকল্প চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই ওই রাস্তায় সংস্কারকাজ করা হবে।

Most Popular

Recent Comments