17.5 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeঅনুদানচুয়াডাঙ্গা সদর থানা চত্বরে সাপ্তাহিক চৌকিদারী প্যারেড অনুষ্ঠানে ওসি আবু জিহাদ ফখরুল...

চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে সাপ্তাহিক চৌকিদারী প্যারেড অনুষ্ঠানে ওসি আবু জিহাদ ফখরুল আলম খান

মোঃ-আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় ও চৌকিদারী প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টার সময় চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে সাপ্তাহিক চৌকিদারী প্যারেড অনুষ্ঠানে ওসি আবু জিহাদ ফখরুল আলম খান
চুয়াডাঙ্গার চৌকিদারদের বিভিন্ন দিকনিদের্শনা মুলক বক্তব্য প্রদান করেন। এবং চৌকিদারদের উদ্দেশ্যে তিনি বলেন যে,সম্প্রতি আমদানিকৃত কোভিড শীল্ড নামক কোভিভ-১৯ বিরোধী টীকা গ্রহণ বিষয়ে একটি বিশেষ গোষ্ঠী বিষোদাগার ছড়াচ্ছে। এ বিষয়ে সকল কে সতর্ক থাকতে বলার জন্য গ্রাম পুলিশের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হল।এবং শীত সমাগত সময়ে কুয়াশায়াচ্ছন্ন পরিবেশে সন্ধ্যার পরে এবং রাতে যেন কোন এলাকায় চুরি, ডাতাতি, ছিনতাই ও অপকর্ম মুলক কোন কর্মকান্ড না ঘটে সে দিকে লক্ষ রেখে পুলিশে পাশাপাশি চৌকিদারকেও ডিউটি করার জন্য বলা হয়। পাশাপাশি এলাকায় যেন কোন মাদক ব্যবসায়ী, মাদক সেবী না থাকে এবং চৌকিদারদের এলাকা ভিত্তিক যে সসম্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আছে সে সংক্রান্তে পুলিশকে তথ্য দেওয়ার জন্য বলেন।

Most Popular

Recent Comments