22.2 C
Bangladesh
Sunday, December 22, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকুয়াকাটাকুয়াকাটা সৈকতের পরিবেশগত সমস্যা সমাধানে করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত।

কুয়াকাটা সৈকতের পরিবেশগত সমস্যা সমাধানে করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত।


আবুল হোসেন রাজুু:

কুয়াকাটা সমুদ্র সৈকতের বিদ্যমান নানামুখী পরিবেশগত সমস্যা এবং সমাধানে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটায় ‘‘বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির’’ (বেলা) আয়োজনে পর্যটন হলিডে হোমস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বেলার নেট মেম্বর মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার ও কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃসোহরাব হোসাইন। প্রবন্ধ উপস্থাপন করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।সভায় বক্তারা বলেন, কুয়াকাটা সৈকতের অব্যবস্থাপনা রুখতে দু’জন আইনজীবি ২০১১ সালের ২ জুন বিচারপতি সামসুদ্দীন ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে রিট আবেদন করেন। দখল থেকে সৈকত রক্ষা করতে কেন নির্দেশনা দেয়া হবেনা না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেন। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকবার অবৈধ দখলদারদের উচ্ছেদ করলেও স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় তাআবার বহাল তবিয়তে রয়েছে। বর্তমানে সৈকত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং পরিবেশগত সমস্যা সমাধানে ১৫ দফা দাবি তুলে ধরা হয়।এসময় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ,ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রমান ইমতিয়াজ তুষার,উন্নয়নকর্মী হাসনূল ইকবাল,কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সাঈদ,শিক্ষক এম এ বারী আজাদ,কাউন্সিলর মজিবর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলা’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন। সভায় বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক লোক অংশগ্রহন করেন।

Most Popular

Recent Comments