মোঃ-আলমগীর হোসেন,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রাক ও মালবাহী ট্রেনের মাঝে পিষ্ট হয়ে রেল ইয়ার্ডের এক শ্রমিক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের ইয়ার্ডে ১০ ফেব্রুয়ারি বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু আহাম্মেদ দর্শনা পৌর এলাকার শান্তিনগরের মহিদুল ইসলামের ছেলে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ওই রেল ইয়ার্ডে ভারত থেকে আসা একটি মালবাহী ট্রেন থেকে পণ্য নামিয়ে তা ট্রাকে তুলছিলেন সাজুসহ কয়েকজন শ্রমিক।
এ সময় (ঢাকা মেট্রো- ট ১৩৫৩৪৩) ট্রাকের হেলপার ট্রাকটি পিছিয়ে নিতে গেলে তা গিয়ে ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনে। এ সময় দুই যানের মধ্যে চাপা পড়ে যান ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা সাজু। ট্রাক হেলপারের ভূলের কারণেই রেল ইয়ার্ডেই সাথে সাথে মারা যান তিনি। দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের হেলপার ও সাজুর অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ও ট্রাকের হেলপারের মধ্যে মীমাংসা হয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।