মোঃ-আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে জন্মদিন পালিত হয় । আজ বুধবার ( ১৭ই মার্চ) জাতীয় শিশুদিবস ও বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী। আজ সরকারি ছুটির দিন সারাদেশ ব্যপি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনটি যথাযথ সম্মানের শোহিত পালন করা হয়েছে। আজ সকাল ১০ঃ০০ ঘটিকার সময় দামুড়হুদা, কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী পালন করেন। প্রথমে কেক কাটার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের অনুষ্ঠান শুরু করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ ফেরদাউস রহমান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দর্শনা সরকারি কলেজের স্বাবেক জিএস মোঃ আব্দুল হামিদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাহিরুল ইসলাম( বিএসসি গণিত),মোঃ জয়নাল আবেদীন,মোঃ সায়েদুর রহমান,আব্দুল কাদের সহ আরো অনেকই উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জন্মদিনে কিছু দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক মুহাঃ ফেরদাউস রহমান।