21.3 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeপর্যটনকক্সবাজারকক্সবাজারে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ নতুন অধিনায়কে যোগদান।

কক্সবাজারে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ নতুন অধিনায়কে যোগদান।

শফিকুল ইসলাম (এমএ)
স্টাফ রিপোর্টারঃ-

গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সদ্য পদোন্নতি প্রাপ্ত অত্যন্ত চৌকস এবং দক্ষ পুলিশ সুপার জনাব মোঃনাইমুল হক বদলি সূত্রে অধিনায়ক ১৪- আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) কক্সবাজারে যোগদান করেছেন। তিনি এর আগে বরিশাল জেলায় সুনাম এবং অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন । জনাব মোঃ নাইমুল হক ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন সদস্য। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁও, সিলেট, বান্দরবান, মালি তে শান্তিরক্ষী বাহিনী হিসেবে এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস এস এফ) এ কর্মরত ছিলেন। তার নিজ জেলা কুমিল্লা।

Most Popular

Recent Comments