17 C
Bangladesh
Saturday, December 21, 2024
spot_imgspot_img
Homeচুয়াডাঙ্গাআলমডাংগা উপজেলা কাঁচা বাজার ও সদর উপজেলার ইসলামপাড়া এলাকায় অভিযান‌ চালিয়ে ২০...

আলমডাংগা উপজেলা কাঁচা বাজার ও সদর উপজেলার ইসলামপাড়া এলাকায় অভিযান‌ চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা।

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,

পবিত্র রমজান উপলক্ষে আজ রবিবার ১৮ এপ্রিল ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলামের সার্বিক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার আলমডাংগা উপজেলা কাঁচা বাজার ও সদর উপজেলার ইসলামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আলমডাংগা কাচাবাজার তদারকি করা হয়। এসময় আড়তদার ও খুচরা ব্যাবসায়ীদের পণ্যের মুল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের ক্রয় বিক্রয়ের রশিদ প্রদান ও সংরক্ষণ করতে বলা হয়। পরে সদর উপজেলার ইসলামপাড়ায় মিঠাইবাড়ি মিষ্টির কারখানায় অভিযানে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি ও দইয়ের পাতিলে ওজনে কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩, ৪৬ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।

পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Most Popular

Recent Comments